তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, বাজারে উত্তেজনা
তাহিরপুরে টাকা চাওয়াকে কেন্দ্র করে বর্তমান মেম্বার ও সাবেক মেম্বারের লোকজনের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ১০জন আহত হয়েছে। গুরুতর আহত বর্তমান মেম্বার আবুল হোসেনের ছেলে কামরান ও সাবেক মেম্বার শাহনূর মিয়ার ছেলে কবির মিয়াকে আশংকাজনক অবস্থায় তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের শ্রীপুর উপস্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিŤসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার শাহনুর মিয়ার ভাতিজা খলিল মিয়ার চায়ের দোকানে একই ওয়ার্ডের বর্তমান মেম্বার আবুল হোসেনের ভাতিজা তারেক মিয়া চা খেয়ে বিল না দেয়ার বিষয় নিয়ে একে উপরের সঙ্গে তর্কে জড়িয়ে পরে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে প্রায় আধা ঘন্টা ব্যাপি শ্রীপুর বাজরের পূর্ব পশে সংঘর্ষে জড়িয়ে পরে। পরে স্থানীয় লোকজন উভয় পক্ষের সংঘর্ষ থামালেও এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীপুর বাজারে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা করছে। সংঘর্ষে উভয় পক্ষের কবির মিয়া (৩৩), কামরান (২৪), সেলিম (৩৭), সুজন মিয়া (৩৫) আহত হয়। তাহিরপুর থানা ওসি (তদন্ত) আসাদুজ্জামান হাওলাদার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।