সাংবাদিক পীর হাবিবকে সিলেটে অবাঞ্চিত ঘোষনা’র বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ
দেশের সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমানকে নিয়ে খুব শিগগিরই বিশেষ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পীর হাবিবের বিরুদ্ধে আন্দোলনরতদের পারলে সেটি প্রতিহত করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহ খুররম ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাকির হুসেন। শুক্রবার রাতে নগরীর উপশহরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। হৃদয়ে ৭১ এর ৯৪তম পাঠচক্র সংগঠনে অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত হয়।সংগঠনের চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বলের সভাপতিত্বে ও মহাপরিচালক ইব্রাহীম আহমদ জেসির পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনের উপদেষ্টা, অধ্যাপক মোহাম্মদ জাকির হুসেন বলেন- ‘আজকে শুনলাম স্বেচ্চা নির্বাসিত দুর্নীতির যুবরাজের অনুসারীরা নাকি দেশ বরেণ্য সাংবাদিক এই পুণ্যভূমির গর্বিত সন্তান পীর হাবীবকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।’ ‘আমি তাদের কে স্পষ্ট বাক্যে বলে দিতে চাই অতিশিঘ্রই পীর হাবীব কে নিয়ে আমরা বিশেষ অনুষ্টান করব পারলে প্রতিহত করেন।সিলেট জেলা শাখার সভাপতি আহমদ হামজা চৌধুরী কন্ঠে পাঠচক্রে সামস উদ্দিন সামসের বায়ান্ন থেকে একাত্তর বই থেকে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান অংশ থেকে পাঠ কার্যক্রম পরিচালনা করা হয়।’ পরবর্তীতে পাঠ প্রতিক্রিয়ায় সাবেক ছাত্রনেতা ও ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অর্থমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাবেদ সিরাজ বলেন- ‘আমরা আবারো ঐক্যবদ্ধ হতে হবে। লাখো শহিদের রক্তের সাথে বেইমানী করে যারা। এদেশের অগ্রযাত্রা কে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত তাদের ব্যাপারে কোনো ছাড় নয়।’ এসময় আরো পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাংবাদিক রুহুল ইসলাম মিটু, জামিল আহমদ চৌধুরী, ছাব্বির আহমদ, তারেকুল ইসলাম ফাবী, মামুন আহমদ, জাহিদুর রহমান, আব্দুর রহমান, তোফায়েল আহমেদ প্রমুখ।
সূত্র: পিবিডি