তিন তালাক দিলে কারাগারে তিন বছর!
পিটিআইয়ের খবরে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট তিন তালাকের নিয়মকে ‘অসাংবিধানিক’ বলে রায় দিলেও এখনো ভারতে তিন তালাকের মাধ্যমে বিবাহবিচ্ছেদ হচ্ছে। প্রস্তাবিত নতুন আইনের খসড়ায় সন্দেহভাজন ব্যক্তিকে বিচার চলাকালে জামিন না দেওয়ার বিধান রাখা হয়েছে। একই সঙ্গে মৌখিক বা লিখিত—যেকোনো উপায়ে তিন তালাক দেওয়ার প্রচলিত ব্যবস্থাকে বেআইনি আখ্যা দেওয়া হয়েছে। একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তিন তালাক দেওয়ার পর যদি কোনো স্বামী তাঁর স্ত্রীকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন, তবে ওই নারীকে সব ধরনের আইনি সুবিধা দেওয়ার নির্দেশনা আছে নতুন আইনের খসড়ায়। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই খসড়া পার্লামেন্টের আগামী শীতকালীন সভায় পাস হওয়ার সম্ভাবনা আছে। চলতি মাসের মাঝামাঝি এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মুসলিমরা ভারতের সর্ববৃহৎ সংখ্যালঘু সম্প্রদায়। যে কটি দেশে এখনো তিন তালাক প্রচলিত আছে, সেগুলোর মধ্যে ভারত অন্যতম। পাঁচ নারী দায়ের করা পিটিশনের পরিপ্রেক্ষিতে দেশটির সুপ্রিম কোর্ট তিন তালাককে অবৈধ ঘোষণা করেন। তিন তালাক ব্যবস্থার কারণে নিজেদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে—এই মর্মে ওই পাঁচজন নারী আদালতে আরজি জানিয়েছিলেন।