সুনামগঞ্জ মুক্ত দিবস পালিত
একে কুদরত পাশা-
যথাযোগ্য মর্যাদায় ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস পালিত হযেছে। দিবসটি উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনমাগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে বর্ণাঢ্য রালি বের করর হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে বুধবার র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহীদ আবুল হোসেন মিলনায়তনে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়। শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান ও পৌর মেয়র আয়ূব বখত জগলুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, অ্যাড. আলী আমজদ, প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুস সামদ আজাদের ছেলে আজিজুস সামাদ আজাদ ডন প্রমুখ। দিনটি উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলী অর্পন করে।