ছাতকে ব্রিজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ছাতকের জাউয়া ইউনিয়নের কৈতক-আগিজাল সড়কের বোকা নদীর উপর ব্রিজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক-আগিজাল সড়কের এ ব্রিজটি ধ্বসে পড়ে। ফলে বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ে। জানা যায়, ১৯৯৬ সালে আ’লীগ সরকারের আমলে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সরকারি অর্থায়নে কৈতক-আগিজাল সড়কে বোকা নদীর উপর এ ব্রিজটি নির্মান করেন। একটি সূত্র জানায়, পূর্ব-পশ্চিমমূখি বোকা নদীর উত্তরপার আগিজাল ও সাউদেরগাঁও গ্রামের ১০সহশ্রাধিক মানুষের যাতায়াত সুবিধার জন্য প্রায় ২৬ লাখ টাকায় ব্রিজের প্রকল্প অনুমোদনের পর স্থানীয় এমপির সূপারিশে একটি ব্রিজের বরাদ্ধ দিয়ে রাউলী-সাউদেরগাঁও সড়কে ও কৈতক-আগিজাল সড়কে পৃথক দু’টি ব্রিজ নির্মাণ করা হয়। এতে নির্মানের শুরু থেকেই দু’টি ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। এ ব্যাপারে আগিজাল গ্রামের সিরাজুল ইসলাম, কয়েছ আহমদ, ক্বারি জুনায়েদ আহমদ, সাগর আহমদসহ স্থানীয় লোকজন জানান, একটি ব্রিজের বরাদ্ধ দিয়ে দু’টি ব্রিজ নির্মাণ করায় দু’টি ব্রিজেই অনেকাংশে দুর্বলভাবে নির্মিত হয়। সোমবার সকালে প্রাকৃতিক কোন বিপর্যয় ছাড়াই ব্রিজের মধ্যাংশ ধ্বসে পড়ে বোকা নদীতে। ফলে এখানে নদীপথ ও সড়ক পথ উভয়ই বন্ধ হয়ে পড়ে। এ রিপোর্ট লিখা পর্যন্ত বোকা নদী পথে নৌ-চলাচল ও ব্রিজ দিয়ে গাড়ি চলাচল ও যাতায়াত বন্ধ ছিল। এব্যাপারে উপজেলা প্রকৌশলী আবুল মুনসুর মিয়া জানান, সকালে ব্রিজটি ভেঙ্গে পড়ার সংবাদ পেয়েছি। তবে ১৫-২০বছর আগে নির্মিত ব্রিজটির ব্যাপারে তথ্য দিতে সময় লাগবে বলে তিনি জানান।