ক্লান্ত তনুর মা বিচার পাবেন কিনা জানেন না
তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘আমরা মেয়ে হত্যার বিচার চেয়ে সিআইডির দ্বারে দ্বারে ঘুরে ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছি। জানি না বিচার পাব কিনা। সিআইডি কর্মকর্তারা শুধুই বলছেন- তনু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে এবং ঘাতকরা শাস্তি পাবে। কিন্তু এ পর্যন্ত বিচার পাবো এমন কোনো কার্যক্রম তারা দেখাতে পারেননি।’এদিকে রোববার দুপুরে টিএন্ডটি ফোন নম্বর থেকে তনুর বাবাকে হুমকি দেয়া হয়েছে বলে জানান তনুর মা। তিনি বলেন, ‘একটি সংস্থার নাম বলে জিজ্ঞাসা করা হয়- চাকরি করতে চান কিনা? চাকরি করতে চাইলে চুপ থাকেন। মিডিয়ার সাথে এতো কথা বলার দরকার নেই।’ মামলার তদন্তকারী কর্মকর্তা এবং সিআইডি-কুমিল্লার সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ বলেন, ‘নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে আমরা সন্দেহভাজনদের নিয়ে কাজ করতে পারিনি। ফেব্রুয়ারিতে কিছু কাজ করেছি। তনুর লাশের পাশে পড়ে থাকা স্যান্ডেল, কলম, মোবাইল ফোন, ব্যাগসহ কয়েকটি জিনিসের ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছি। রিপোর্ট পেলে আরো বেশি কাজ করা যাবে।’