মহিউদ্দিন চৌধুরী মৃত্যুতে-এমপি রতনের শোক
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী আর নেই (ইন্নলিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন ।এর আগে বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়া হয়। এরপর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। এখানে ভোর ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনে রাতেই হাসপাতালের সামনে ভিড় করেন বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন সংসদ সদস্য ২২৪, সুনামগঞ্জ -১।এক শোক বার্তায় এমপি রতন বলেন,বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এবিএম মহিউদ্দিন চৌধুরী ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। বাংলার মুক্তির আন্দোলন থেকে শুরু করে আজ অবধি এদেশের প্রতিটি ক্রান্তিকালে তিনি ছিলেন সদা জাগ্রত। তার মৃত্যুতে জাতি হারালো একজন দেশ প্রেমিক রাজনীতিবিদ। বাংলাদেশ আওয়ামীলীগ হারালো একজন অভিজ্ঞ ও বিচক্ষণ জননেতা । আমরা হারালাম সকল প্রগতিশীল রাজনৈতিক আন্দোলন সংগ্রামের একজন অগ্র সেনানীকে। তাঁর মৃত্যুতে যে শূন্যস্থান তৈরি হলো, সেটি নিঃসন্দেহে অপূরণীয়।তিনি মরহুমের আত্নার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।