মহান বিজয় দিবস উপলক্ষে সাসেক্স আওয়ামী যুবলীগ ইউকে’র  উদ্যোগে গত  ১৩ই ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে  বার্জেসহীলের তাজা রেস্টুরেন্টে এক সংবর্ধনা সভার আয়োজন  করা হয়।  উক্ত সভায় সভাপতিত্ব করেন সাসেক্স আওয়ামী যুবলীগের সভাপতি সাহেদ আহমেদ মুসা।  সভা পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সালাম বকস । সভার শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলওয়াত করেন আলখাছ মিয়া । সভায় সম্মিলিত ভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন উপস্থিত সবাই । ১৯৭১সালের বাংলাদেশের মুক্তিযোদ্ধে অংশগ্রহন ও অন্যান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট, লাল সবুজের উত্তরন এবং ফুলের তোড়া প্রদান করা হয় । অথিতিদের সাসেক্স যুবলীগের সহ সভাপতি সিতু মিয়া কামালী স্বরচিত কবিতার বই উপহার হিসেবে প্রদান করেন । অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ইউকের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম খান ,৫নং সেক্টর সাব সেক্টরঃ বালাট, সুনামগঞ্জ । মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ইউকের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা এম এ রহীম ৪নং ইকো সেক্টর সাব সেক্টরঃ কৈলা শহর ও কমল পুর । বীর মুক্তিযোদ্ধা আমীর খান ৪নং সেক্টর তামাবিল, সিলেট । অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাসেক্স আওয়ামী লীগ সভাপতি ইমানুজ্জামান মহী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসেক্স আওয়ামী লীগের সহ সভাপতি – কাউন্সিলার গৌছ চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী বালাগজ ও উসমানী নগর উপজেলা এডুকেশন ট্রাস্ট এর সাধারণ সম্পাদক কবি মিজানুর রহমান মিরু ,সাসেক্স আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আবদুল আলীম ।

বক্তব্য রাখেন সাসেক্স আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান আতিক, খসরু মিয়া কামালী ,কবি আমিরুল ইসলাম সাদিক। সাসেক্স যুবলীগ পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন – যুগ্ম সাধারণ সম্পাদক – শামীম আহমেদ চৌধুরী, সাসেক্স যুবলীগ সহ সভাপতি মুজিবুর রহমান চৌধুরী বিপ্লব , সহ সভাপতি এনামুল হক এনাম,সহ সভাপতি কবি সিতু মিয়া কামালী ।সভায় উপস্থিত ছিলেন সাসেক্স আওয়ামী লীগের কোষাধক্ষ্য সুরুত আলী, আহদুজ্জামান হাসান, আফরুজ উল্লাহ, আব্দুল সালাম , আব্দুল আহাদ ,আসলম মিয়া, আব্দুল হক ,আবুল লেইস ,ফরহাদ হোসেন প্রমুখ । সভায় আরো উপস্থিত ছিলেন সাসেক্স আওয়ামী যুবলীগের সহ সভাপতি নুরুল ইসলাম , সহ সভাপতি নজির উদ্দিন আহমদ, সহ সভাপতি জাহিদ হোসেন ,যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ার হোসেন , সাংগাঠনিক সম্পাদকঃ ফারেজ আলী ,তোফায়েল আহমেদ চৌধুরী লিজু, সামসুল ইসলাম, আব্দুল খালেক ভূঞা রনি,হাবিবুর রহমান হাবিব প্রমুখ । সভায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ইউকের পক্ষ থেকে সাসেক্স আওয়ামী যুবলীগ কে একটি সম্মানা পত্র প্রদান করা হয় । সভায় সংবর্ধিত অতিথিরা বলেন,স্বাধীনতা বহু মানুষের ত্যাগ ও চিন্তার ফসল। একদিনে যেমন স্বাধীনতা আসেনি, তেমনি বিজয়ও আসেনি। স্বাধীনতা ও মুক্তিদুটি ভিন্ন তাৎপর্য বহন করে। যার সূচনা হয় আরো অনেক আগে। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্সের জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। ‘যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলার’ জন্য আহ্বান জানিয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn