এ সরকার ক্ষমতায় থাকলে দেশের চেহারা বদলে যাবে:মুহিত
সিলেট :: দেশে যেভাবে উন্নয়ন কাজ চলমান সেটি অব্যাহত থাকলে আগামী ২০২৪ সালের মধ্যে দেশের চেহারা পাল্টে যাবে। সেই লক্ষ্যে বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ চালিয়ে যাচ্ছে। এজন্য সরকারকে সহযোগিতা করা প্রয়োজন। সিলেটে বীর মুক্তিযোদ্ধা ডা. চঞ্চল সড়ক (মীরের ময়দান থেকে ব্লু-বার্ড) প্রশস্থকরণ কাজের উদ্বোধনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কথাগুলো বলেছেন। মন্ত্রী আরো বলেন, সিলেট নগরীর ব্যস্ততম মীরের ময়দান-ব্লু বার্ড সড়ক প্রশস্থকরণ ধারাবাহিক উন্নয়নেরই প্রতিফলন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন- ডা. চঞ্চল রোড প্রশস্থকরণ কাজ শেষ হলে সুবিদবাজার পয়েন্ট থেকে পূর্বদিকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত রাস্তা প্রশস্থ করা হবে। এতে করে এখানকার ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হবে। জনসাধারণ চলাচলে সুবিধা হবে। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় নগরীর মীরের ময়দান পয়েন্টে সড়ক প্রশস্থকরণ কাজের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. এ কে এম মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, চেয়ারম্যান আশফাক আহমদ। এছাড়াও সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ, ইলিয়াস আহমদ, আব্দুল মুহিত জাবেদ, রাজিক মিয়া, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।