সিলেটে বাণিজ্যমেলা’র উদ্বোধন করলেন-অর্থ প্রতিমন্ত্রী মান্নান
সিলেট :: সিলেট ৪র্থ আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৭ এর জমকালো উদ্বোধন হয়েছে। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এসএমসিসিআই) উদ্যোগে শাহী ঈদগাহস্থ সদর উপজেলা খেলার মাঠে শুক্রবার বিকেলে মেলার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে এম এ মান্নান বলেন, ‘মেলা একটি ভালো উদ্যোগ। বাঙালির মন মানসিকতায় মেলার প্রতি একটি দুর্বলতা আছে। যে কোন মেলায় সুযোগ পেলে মানুষ একত্রিত হয়। এটা সংস্কৃতি ও স্বাস্থ্যের ভালো দিক। শেখ হাসিনা সরকারের শুধু অর্থনৈতিক উদ্দেশ্যে নয়; সড়ক, সেতু, বিদ্যুৎসহ সব রকমের উন্নয়ন আমরা করছি। গত কয়েক বছরে যে কোন সময়ের তুলনায় উন্নয়ন অনেক বেশি হয়েছে। তবে প্রধানমন্ত্রী সব সময় বলে থাকেন, আগে আমাদের মানসিকতা বদলানো প্রয়োজন। যখনি আমরা ভালো কোন কাজ করতে যাই, আমাদের মাঝেই কিছু লোক বাধা সৃষ্টি করি। সকল কিছুর মধ্যে ত্রুটি খুঁজে বের করার মানসিকতা আমাদের পরিহার করতে হবে। আমার ভালো লাগছে, আমি ঘরে বসে থাকবো; অন্যজন করছে, তাকে কেন বাধার সৃষ্টি করবো। নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার।’
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এসএমসিসিআই) সভাপতি হাসিন আহমদের সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রজত কান্তি গুপ্তের পরিচালনায় প্রতিমন্ত্রী আরো বলেন, ‘এক পরিবার হয়ে সবাইকে সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাকে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। রাষ্ট্রের সকল ধর্ম-বর্নের মানুষ সমান অধিকার নিয়ে, নিরাপত্তা নিয়ে বাস করতে পারে, সেই বাংলা গড়ে তুলতে হবে।’ মেলায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন– জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্র্রদূত ড. এ কে আব্দুল মোমেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাহ মোসাহিদ আলী। স্বাগত বক্তব্য রাখেন- মেলা কমিটির আহবায়ক ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এসএমসিসিআই) ১ম সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল। এসময় উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এসএমসিসিআই) সহ-সভাপতি হুরায়রা ইফতার হোসেন, প্রাক্তন পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, পরিচালক মাও. খায়রুল ইসলাম, মাহবুবুর রহমান, কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, মাসুদ জামান, কাজি মকবুল হোসেন, পরিচালক ও মেলা পরিচালনা কমিটির সমন্বয়ক এমএ মঈন খান বাবলু, এএসপি সুজন, সাংবাদিক আব্দুল মালিক জাকা, বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন, মেট্রো চেম্বারের সচিব জাহাঙ্গির হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, আব্দুল গফফার প্রমুখ।