‘জনগণের ভালবাসা পেতে হলে জনগণের জন্য কাজ করতে হবে-পীর মিসবাহ
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ‘জনগণের ভালবাসা পেতে হলে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। অস্ত্র, পেশি শক্তি দেখিয়ে মানুষকে আতঙ্কে রাখা যায় কিন্তু মানুষের ভালবাসা অর্জন করা যায় না। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন রূপান্তরিত করার জন্য আমি প্রচেষ্টা অব্যাহত রাখব।’ শুক্রবার বিকালে সদর উপজেলার কাঠইর ইউনিয়নের চুয়াপুর, মাগুরা, হুসেননগর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। চুয়াপর-মাগুরা-হুসেননগর গ্রামবাসীর আয়োজনে শ্রীমতিবাজারে এলাকার মুরব্বী মদরিছ আলীর সভাপতিত্বে ও কাঠইর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার কবীর পলাশ ও সদর উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক সেলিম আহমদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক রশীদ আহমদ, পল্লীবিদ্যুৎ এর এজিএম মো. জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. বুরহান উদ্দিন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক ফারুক মেনর, সাবেক মেম্বার হাবিবুর রহমান, জাপা নেতা মো. মুকব্বীর আলী ও দেলোয়ার হোসেন দিপু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, এলাকার মুরব্বী ইসমাইল আলী, মকলিছুর রহমান, আব্দুল অজুদ, ইউপি মেম্বার আব্দুর রাজ্জাক, আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন, সেলিম আহমদ প্রমুখ।