- একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে ...
- শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস ...
- মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ...
- ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে তিন রোহিঙ্গা নিহত ...
- শেখ হাসিনাসহ অতিথিদের মঞ্চে ডেকে নিলেন মোদি ...
- সব ব্যাংক এখন খালি, লুট করা হয়েছে : রিজভী ...
- তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিলেন নরেন্দ্র মোদি ...
- মন্তব্য প্রতিবেদনঃ মুকুটের বক্তব্য জেলার রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া ...
- জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনার একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, পিস্তল ও গুলি উ ...
- সিলেটে ৩ ঘণ্টায় ২২০ মিমি বৃষ্টিপাত, জলমগ্ন ওসমানী মেডিকেল ...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি–অধ্যুষিত এলাকা এস্টোরিয়ায় মহিবুল ইসলাম (৫২) নামের এক প্রবাসী নিজের বাসায় গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর পায়ে গুলি লাগায় তিনি প্রাণে বেঁচে গেছেন।২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহিবুল ইসলাম এস্টোরিয়ার ২৪ স্ট্রিটে নিজ অ্যাপার্টমেন্টে গুলিবিদ্ধ হন। তাঁকে স্থানীয় মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি বাসার দরজায় নক করার পর মহিবুল তাঁর পরিচয় জানতে চান। এ সময় ওই ব্যক্তি ইউপিএসের লোক বলে পরিচয় দেন। তখন মহিবুল দরজা খুলে দিলে ওই ব্যক্তি তাঁর মাথা লক্ষ্য করে পিস্তল তাক করেন। তিনি পিস্তলটি ফেলে দেওয়ার চেষ্টা করলে গুলিটি লক্ষ্যভেদ করে তাঁর পায়ে লাগে। এ সময় আরও একজন অজ্ঞাত ব্যক্তিকে দরজার বাইরে অপেক্ষা করতে দেখা যায়। ঘটনার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যান এবং ৯১১-এর কল দিলে পুলিশ ও অ্যাম্বুলেন্স গিয়ে মুহিবুলকে হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থা শঙ্কামুক্ত । আহত মহিবুলের বাড়ি মৌলভীবাজারের রাজনগর বলে জানা গেছে। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে নিউইয়র্কে বসবাস করছেন। প্রকাশ্য দিবালোকে বাসায় ঢুকে মহিবুলকে গুলি করার ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন হামলার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। আক্রমণকারী ছিনতাই বা কিছু নিয়ে যাওয়ার জন্য হামলা করেননি। বিষয়টি ‘বিদ্বেষপূর্ণ অপরাধ’ কি না, তাও বোঝা যাচ্ছে না। দুর্বৃত্তকে ধরিয়ে দেওয়ার জন্য নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের পক্ষ থেকে ২ হাজার ৫০০ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রচারপত্র প্রকাশ করা হয়েছে। প্রচারপত্রে সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত দুর্বৃত্তের চারটি ছবিও প্রকাশ করা হয়েছে।