ঝর্ণার পানিতে সাঁতার, ঘানায় নিহত ২০
ঘানার দর্শনীয় স্থান কিন্টাম্পুর ঝর্ণা দেখতে গিয়ে ২০ পর্যটক প্রাণ হারিয়েছেন। হতাহতদের বেশিরভাগই শিক্ষার্থীঝর্ণার পাশের একটি বড় গাছ পর্যটকদের ওপর ভেঙে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। খবর বিবিসির। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা ভাঙা গাছের ফাঁকে আটকে রয়েছেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের মুখপাত্র বিলি আনাগ্লেট জানান, ঝড়ের সময় পর্যটকরা ঝর্ণার পানিতে সাঁতার কাটছিলেন। তাদের ওপর হঠাৎ গাছটি ভেঙে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি যৌথ দল দুর্ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করেন। বিলি আনাগ্লেট বলেন, হতাহতদের বেশিরভাগই স্থানীয় উইঞ্চি সিনিয়র স্কুলের শিক্ষার্থী। বাদবাকিরা সাধারণ পর্যটক। গাছের ফাঁকে আটকে থাকা আহতদের উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।