সাউথ এশিয়া স্যাটেলাইট উৎক্ষেপণে থাকছে বাংলাদেশ
ভারতের উদ্যোগে সাউথ এশিয়া স্যাটেলাইট উৎক্ষেপণে বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বোর্ড গঠন ব্যাপারে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০ মার্চ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘সার্কসহ আশেপাশের কয়েকটি দেশ মিলে ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ নামে একটা প্রোপোজড স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ভারতের উদ্যোগে। এর মধ্যে আমাদের অংশগ্রহণ ও অন্যান্য দেশ যেমন- নেপাল, ভুটান, ইন্দোনেশিয়াসহ অনেক দেশ সম্মতি দিয়েছে।’ মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমাদের মন্ত্রিসভা স্যাটেলাইট কার্যক্রমের জন্য অনুমোদন দিয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হবে এবং তার কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়।’
সাউথ এশিয়া স্যাটেলাইট অবস্থানগত কারণে দূরে থাকায় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে কোনো প্রভাব পড়বে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এমনিতেই লোকেশন অনেক দূরে। একটি ১১৯ ডিগ্রি ইস্ট আর অন্যটি ৪৮ ডিগ্রি ইস্ট, অবস্থান অনেক দূরে। শর্ত দেওয়া হয়েছে আমাদের স্যাটেলাইটকে যেন কোনো কারণে ইন্টারফেয়ার না করে।’ প্রবাসীদের বিষয়ে তিনি জানান, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সবচেয়ে বড় অংশীদার প্রবাসীদের সুযোগ-সুবিধা ও অসুবিধাগুলো চিহ্নিত করে তা নিরসন করবে প্রবাসী কল্যাণ বোর্ড।
তিনি জানান, ‘প্রবাসী কল্যাণ বোর্ড আইন-২০১৭’ -এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। আইনটির প্রস্তাব করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ বোর্ডে ১৬ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পরিষদ গঠনের কথা বলা হয়েছে। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব চেয়ারম্যান এবং প্রবাসী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ন্যূনতম যুগ্ম সচিব মর্যাদা) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া একই বৈঠকে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তির সম্পূরক অংশ হিসাবে জয়েন্ট ইন্টারপ্রিটেটিভ নোটস স্বাক্ষরের প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা।