দলীয় মনোনয়নের আগে প্রতীক ব্যবহারের সুযোগ নেই : কাদের
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ার আগে কারো প্রতিক ব্যবহারের সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার মোহাম্মদপুর বিআরটিসি ডিপো পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। বিজিএমইয়ের সাবেক সভাপতি আতিকুল ইসলাম ডিএনসিসি নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী দাবি করে প্রচারণা চালাচ্ছেন। এ প্রসঙ্গে কাদের বলেন, আমরা বিএনপির মতো নই যে বাবা ছেলের নাম ঘোষণা করব। আওয়ামী লীগে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই। ইউপি চেয়ারম্যানের ক্ষেত্রেও দলীয় মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেয়। কাদের বলেন, মনোনয়ন বোর্ড প্রার্থী দেবে। শিডিউল ঘোষণার পর এ সিদ্ধান্ত হবে। এখানে কেউ হয়তো নৌকা প্রতীক ব্যবহার করে ব্যানার লাগিয়েছে। সেটা খতিয়ে দেখা হবে।