মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় ময়মনসিংহের আনিছুর রহমান মানিকসহ নয়জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ধানমন্ডিস্থ কার্যালয়ে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান রবিবার এ প্রতিবেদন প্রকাশ করেন। এ সময় তদন্ত সংস্থার জেষ্ঠ্য কর্মকর্তা সানাউল হক, মামলার (আইও) তদন্ত কর্মকর্তা মতিউর রহমান উপস্থিত ছিলেন। অন্য আট আসামি হলেন- মোখলেছুর রহমান মুকুল, সাইদুর রহমান রতন, শামসুল হক বাচ্চু, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, সুলতান ফকির, মুফাজ্জল হোসাইন ও নকিব হোসেন আদিল। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন হত্যা, নির্যাতন, অপহরণ, আটক ও অগ্নিসংযোগের ৪টি অভিযোগ আনা হয়েছে। আব্দুল হান্নান খান সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধকালীন আটক, অপহরণ, নির্যাতন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগে ৯ আসামির তদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে দু’জন আসামি আটক এবং বাকিরা পলাতক রয়েছেন। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রস্তুত করা এ প্রতিবেদন এখন প্রসিকিউশনের কাছে জমা দেয়া হবে বলে জানিয়েছে সংস্থার কর্মকর্তারা। এরপর প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে। বাসস।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn