বেসরকারি ৯৪ শিক্ষক নিয়োগে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নিবন্ধন সনদধারীদের মধ্যে ৯৪ জনের মেধাতালিকা প্রকাশ করে তাদের কেন নিয়োগ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ২০ ফেব্রুয়ারি, সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে চার সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের সচিব, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের সচিব, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নের (এনটিআরসিএ) চেয়ারম্যান, নিয়োগ কমিটির প্রধানসহ সংশ্লিষ্টদেরকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা ২০০৬ (সংশোধিত ২০১৫) এর ৯(২)(ঙ) অনুযায়ী মেধাতালিকা প্রস্তুত এবং প্রকাশ ছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পছন্দমত পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া চলমান ছিল। বিষয়টির বৈধতা চ্যালেঞ্জ করে নাটোরের মো. জাহাঙ্গীর আলমসহ সারাদেশের মোট ৯৪ জন নিবন্ধন সনদধারী হাইকোর্টে রিট দায়ের করেন।