কোন্দল মেটাতে কেন্দ্রীয় নেতারা তৃণমূলে

 জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে আরও বেশি সম্পৃক্ত, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরা, রাজনৈতিক মাঠ দখল এবং তৃণমূলের কোন্দল মেটাতে তৃণমূলে সফর শুরু করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এসব কিছু করা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে। এর মাধ্যমে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করাই দলটির লক্ষ্য। অভ্যন্তরীণ কোন্দল মেটাতে সাংগঠনিক সম্পাদকদের পাশাপাশি দলের যুগ্ম সম্পাদকরাও বিভাগভিত্তিক সফর শুরু করেছেন। তারা জেলা এবং উপজেলা নেতাদের সঙ্গে ধারাবাহিক সভা করছেন। ২০ মার্চ সোমবার ‘কোন্দল মেটাতে কেন্দ্রীয় নেতারা তৃণমূলে’ শিরোনামে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত এক সংবাদে এই তথ্য উঠে এসেছে।

জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ কোন্দল মেটাতে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। এ জন্য দলীয় সভানেত্রীর নির্দেশে কেন্দ্রীয় নেতারা জেলা-উপজেলা সফর শুরু করেছেন। বিশেষ করে সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকরা তৃণমূলকে সংগঠিত করতে কেন্দ্রের সিদ্ধান্ত পৌঁছে দিচ্ছেন তাদের কাছে। আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, দলীয় সভানেত্রীর নির্দেশনা অনুযায়ী তারা মাঠে নেমে পড়েছেন। মানুষের দ্বারে দ্বারে গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো উপস্থাপন করা হবে। জাতীয় নির্বাচনে প্রস্তুতির কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলীয় ফোরামে। সেগুলো তৃণমূল নেতা-কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি এই সফরে মূল কাজ হবে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল নিরসন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর