জগন্নাথপুর :: জগন্নাথপুরে ডাক্তারের অবহেলায় সুরাইয়া নুর তানজিনা নামের দেড় মাসের কন্যা শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে জগন্নাথপুর পৌরসভার কর্মচারী স্থানীয় হবিবপুর গ্রামের বাসিন্দা তাজ নুরের মেয়ে। বৃহস্পতিবার রাতে হাসপাতালে শিশুটির মৃত্যু ঘটে। জানাগেছে, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগী তানজিনাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন এবং হাসপাতাল বেডে তাকে অক্সিজেন লাগানো হয়। রাত ৭ টার দিকে অক্সিজেন লাগানা অবস্থায় শিশুটি ছটফট করলেও তার স্বজনরা ডাক্তারদের ডেকে আনতে পারেননি বলে স্বজনরা অভিযোগ করেন। তাদের অভিযোগ ডাক্তার আসতে দেরি করা ও অবহেলায় শিশুটির মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবেক পৌর কাউন্সিলর সুহেল আমিন বলেন, আমি নিজে শিশুটির ছটফট দেখে অনেকবার যোগাযোগ করার পরও ডাক্তার আসতে অনেক দেরি করেন। ডাক্তারদের অবহেলার কারনেই শিশুটি সু-চিকিৎসা থেকে বঞ্চিত হয়। শিশুটি মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। উত্তেজিত জনতাকে সামলাতে আমাকে অনেক হিমশিম খেতে হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জহিরুল ইসলামের সাথে আলাপ করলে তিনি জানান, আমি ছুটিতে ঢাকায় রয়েছি। দায়িত্বরত অন্য ডাক্তারের সাথে ফোনে যোগাযোগ করলেও ফোন বন্ধ থাকায় ডাক্তারের বক্তব্য জানা যায় নি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn