আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এরশাদ ও খালেদা জিয়া ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল বলে তারা টিকে থাকতে পারেনি। ৫ই জানুয়ারি নির্বাচন ভোটারবিহীন ছিল না। দেশের মানুষ ভোট দিয়েছে বলেই সরকার চার বছর পূর্ণ করতে পেরেছে।  শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এক টুইটের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘খালেদা জিয়া টুইট করেছে আওয়ামী লীগ বুলেটে আর বিএনপি ব্যালটে’ বিশ্বাসী।এ কথা কতটুকু সত্য তা এ দেশের মানুষ জানে। আমিই প্রথম বলেছিলাম আমরা বুলেটে বিশ্বাস করি না- আমরা ব্যালটে বিশ্বাসী। যারা বন্দুকের নল দেখিয়ে রাষ্ট্রপতিকে অসুস্থ করে নিজে রাষ্ট্রপতি হয়ে টেলিভিশনে বলে আজ থেকে আমি রাষ্ট্রপতি। তারা আবার গণতন্ত্রের কথা বলে। শেখ হাসিনা বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়া-এরশাদ। এ ব্যাপারে কিন্তু হাইকোর্টে রায় রয়েছে। যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে তারা কিভাবে গণতন্ত্রের কথা বলে। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বলাটা তাদের মজ্জাগত দোষ। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি- সেটাও তাদের কাছে অপরাধ। কারণ অনেকের অন্তরে এখনো পেয়ারে পাকিস্তান রয়েছে। বৈঠক সূত্র জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এছাড়া আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর বিষয়েও আলোচনা হয় বৈঠকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn