একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উর্ধ্বমুখী সম্প্রসারণসহ অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৩টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১২ হাজার ৪১৫ কোটি ৭৯ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে ১১ হাজার ৮২২ কোটি ৯২ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৫৯২ কোটি ৯৭ লাখ টাকা। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৩২৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৯ হাজার ৩৫৭টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ে মোট ৯১ লাখ ৬০ হাজার ৩৬৫ শিক্ষার্থী অধ্যয়ন করছে। নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩২৫০টি বেসরকারি বিদ্যালয়ে ভবনসমূহের সম্প্রসারণসহ প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ করা হবে। তিনি জানান, এই প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৫ হাজার ২৩৭ কোটি ৩৮ লাখ টাকা। এর পুরোটাই বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন থেকে পাওয়া যাবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, শিক্ষা ক্ষেত্রে আইসিটিকে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণ করার লক্ষ্যে একনেকে ‘শিক্ষার জন্য ১৬০ টি উপোজলায় আইসিটি ও রিসোর্স সেন্টার স্থাপন-২য় পর্যায়’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রথম পর্যায়ে প্রকল্পের আওতায় ১২৫টি উপজেলায় আইসিটি ও রিসোর্স সেন্টার স্থাপন করা হয়। ২য় পর্যায়ে সারাদেশে আরো ১৬০টি উপোজলায় আইসিটি ও রিসোর্স সেন্টার স্থাপন করা হবে। তিনি জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় বাংলাদেশ ব্যুরো অব এডুকেশনাল ইনফরমেশন এন্ড স্ট্যাটিস্টিক্স (ব্যানবেইস) জুলাই ২০১৭ থেকে জুন ২০২০ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের মূল কার্যক্রম হলো ১৬০টি উপজেলায় আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ভবন (প্রতিটি ৪তলা ভিতে ২ তলা) নির্মাণ, আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান, যন্ত্রপাতি ও আসবাবপত্র সংগ্রহ, সফ্টওয়ার সংগ্রহ, পরামর্শ সেবা স্থাপন।