আওয়ামী লীগ ঐক্যবদ্ধ -মতিউর রহমান
সুনামগঞ্জঃঃ সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদস সদস্য মতিউর রহমান। শনিবার সন্ধ্যায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মতিউর রহমান বলেছেন, জেলা আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান বলেন, ‘জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়েছে। ইতিমধ্যে ত্যাগী নেতৃবৃন্দদের দিয়ে ৭৫ সদস্যের জেলা কমিটির তালিকা কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে তুলে দেয়া হয়েছে। তা অনুমোদনের অপেক্ষায় আছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে দলের ঐক্যের বিরুদ্ধে। বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কোন কোন পত্রিকায়ও ঐক্যের বিরুদ্ধে সংবাদ হচ্ছে। এসব ষড়যন্ত্র দলীয় নেতাকর্মীরা মোকাবেলা করবেন। ’ তিনি বলেন, ‘এখন উন্নয়ন মেলা চলছে সারা দেশে। উন্নয়ন মেলা নিয়ে ব্যস্ত সকল নেতা-কর্মীরা। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ ইত্যাদির বিষয়ে জনগণকে জানানোর জন্য এ মেলার আয়োজন। মালেশিয়ার মাহতির মাহমুদ টানা ৩০ বছর দেশ পরিচালনা করে দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। ঠিক তেমনি আমাদের সরকার আগামীতেও সরকার গঠন করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে, এটাই জনগণের কাছে চাওয়া।’ তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশে স্বাধীনতা এসেছে। কিন্তু ’৭৫ সালের ১৫ আগষ্ট জাতিরজনক বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রকারীরা হত্যা করে। পরবর্তীতে প্রহসনের নির্বাচন এবং সামরিক শাসন দিয়ে জিয়াউর রহমান দেশটাকে শেষ করে দেয়। ’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা আইনজীবী আলী আমজদ, শংকর চন্দ্র দাস, বিজয় তালুকদার বিজু, আইনজীবী আজাদুল ইসলাম রতন প্রমুখ। এদিকে শনিবার দুপুর ১টায় সদর উপজেলার সুরমা ইউনিয়নের ভৈষারপাড় এলাকায় নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মো. মোকশেদ আলী, সুরমা ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, আ.লীগ নেতা সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ, অ্যাড. আজাদুল ইসলাম রতন। এ ছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় আ.লীগ নেতা শাহ্ নুর মিয়া, সাবেক ইউপি সদস্য মমিন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো. আব্দুল মন্নান। সূত্র-সুনামগঞ্জের খবর।