জনগনের সরকার প্রতিষ্ঠা চায় বিএনপি -মিলন
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে বিএনপি রাজপথে রয়েছে। সময় হলেই অবৈধ আওয়ামী সরকারকে জনগণ ধাক্কা দিয়ে আস্তাকুড়ে ফেলে দেবে। বিএনপি জনগনের রাজনৈতিক দল হিসেবে জনগণের সাথেই রয়েছে। অপরদিকে জনবিচ্ছিন্ন শেখ হাসিনা সরকারকে দেশবাসী আর ক্ষমতায় দেখতে চায়না। তিনি বলেন, ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রীক সরকার প্রতিষ্ঠা করে দেশর গণতন্ত্র পুনরোদ্ধার করতে হবে। গণতন্ত্র পনরোদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আগামী যে কোন আন্দোলন-সংগ্রামে অংশ নিতে সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান তিনি। গতকাল সোমবার সকালে শহরের দলীয় কার্যালয়ে দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাস্বেবকদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা ডাঃ এআর খোনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দোয়ারা উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান শামছুল হক নমু, বিএনপি নেতা শাহ আলম, আকবর আলী, আলকাছ মিয়া মেম্বার, জাহাঙ্গির আলম মেম্বার, জামাল উদ্দিন, রোয়াব আলী, লিটন মিয়া, ডাঃ সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন, প্রবাসী হারুনুর রশীদ, প্রবাসী আব্দুল মন্নান, আফতাব আলী, যুবদল নেতা হারুনুর রশীদ, আব্দুল আজিজ, আবু তালেব, জামাল উদ্দিন, মনির হোসেন, মামুন মিয়া, আব্দুল মজিদ, শ্রমিকদল নেতা কামাল উদ্দিন, রফিক মিয়া, ছাত্রদল নেতা সাজিদুল ইসলাম প্রমুখ।