জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন স¤পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাড. মল্লিক মো. মঈন উদ্দিন আহমদ ও সাধারণ স¤পাদক পদে অ্যাড. সৈয়দ জিয়াউল ইসলাম বিজয়ী হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ফলাফল ঘোষণা করা হয়। জানা যায়, নির্বাচনে সভাপতি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন অ্যাড. মো. আলী আমজাদ, অ্যাড. মো. চাঁন মিয়া, অ্যাড. মো. নুরুল ইসলাম (১), অ্যাড. মল্লিক মো. মঈন উদ্দিন আহমদ। তাঁদের মধ্যে সভাপতি পদে অ্যাড. মল্লিক মো. মঈন উদ্দিন আহমদ ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. চাঁন মিয়া পেয়েছেন ১১০ ভোট। অপরদিকে, সহ-সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় অ্যাড. মো. আব্দুল খালেক (১) ও অ্যাড. মুহাম্মদ আজিজুর রউফ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে অ্যাড. সৈয়দ জিয়াউল ইসলাম ২০৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাড. মো. মিজানুর রহমান পেয়েছেন ১২৯ ভোট। সহ-সাধারণ স¤পাদক পদে অ্যাড. মো. হুমায়ুন কবির ২২৭ ভোট ও অ্যাড. মো. জমির উদ্দিন ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাহিত্য ও সংস্কৃতি স¤পাদক পদে অ্যাড. সবিতা চক্রবর্তী ২০৩ ভোট এবং সমাজকল্যাণ ও ক্রীড়া স¤পাদক পদে অ্যাড. মো. আব্দুল মজিদ ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পাঠাগার সম্পাদক পদে অ্যাড. মো. সফিকুল ইসলাম ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. শাহাব উদ্দিন চৌধুরী (২)। এছাড়া নির্বাহী সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. মাসুক আলম, অ্যাড. মুহাম্মদ শামস উদ্দীন, অ্যাড. মো. বজলুর রশীদ, অ্যাড. মো. তৈয়বুর রহমান বাবুল, অ্যাড. মো. বশির উদ্দিন। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাড. শামসুল করিম হিরন, সহকারি কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাড. শাহাব উদ্দিন চৌধুরী ও অ্যাড. শহীদুল হাসমত।