প্রবাসীদের ভোটার তালিকাভূক্ত করার প্রক্রিয়া শুরু
প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সন্ধ্যায় আগারগাঁয়ে নির্বাচন ভবনে ইসির ১৭তম সভা শেষে সাংবাদিকদের কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ জানান, কমিশন সভায় প্রবাসে যেসব বাংলাদেশী নাগরিক রয়েছেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করার ব্যাপারে কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এটিকে বাস্তবায়ন করার লক্ষ্যে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে একটি সেমিনার করা হবে। সেমিনারে যেসব সুপারিশমালা প্রণয়ন করা হবে তার আলোকে প্রবাসী ভোটার তালিকা নীতিমালা প্রণয়ন করা হবে। তিনি বলেন, সভায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সার্কভুক্ত দেশগুলোর প্রধান নির্বাচন কমিশনারদের একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের উপ-নির্বাচন আইনি জটিলতার কারণে স্থগিত হওয়ার পেছনে নির্বাচন কমিশনের কোনো গাফিলতি ছিল না। তিনি জানান, হাইকোর্টের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনের সব কার্যক্রম স্থগিত থাকবে। আদালতের আদেশ হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি জানান।