জাতীয়করণের দাবি: আমরণ অনশনের ১২দিনে অসুস্থ ১৩৪ জন
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় শুক্রবার পর্যন্ত ১২ দিন অনশন কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। এই সময়ে ১৩৪ জন শিক্ষক কর্মচারী অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। শিক্ষক নেতারা জানিয়েছেন, ১০ জানুয়ারি হতে শুরু হওয়া অবস্থান কর্মসূচির পর ১৫ জানুয়ারি হতে শুরু হওয়া আমরণ অনশন কর্মসূচিতে জাতীয়করণের একদফা শিক্ষক-কর্মচারী প্রতিদিন যোগ দিচ্ছেন। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে টানা ৩য় দিন ধর্মঘট পালিত হয়েছে। ৬টি শিক্ষক-কর্মচারি সংগঠনের জোট ‘বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরাম’ এর নেতৃবৃন্দ বলেন, জাতীয়করণের দাবিতে গত ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি সারাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হয়েছে, একই সাথে প্রেসক্লাবের সামনে চলেছে আমরণ অনশন। দাবি না মানায় লিয়াজোঁ ফোরামের পক্ষ হতে আজ ও কাল আবারো সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ধর্মঘট আহ্বান করেছেন। তবে আমরণ অনশন কর্মসূচিও যথারীতি চলবে। একটানা অনশনে এবং প্রচণ্ড শীতে শুক্রবার ১৩ জন শিক্ষক অসুস্থ হয়ে পরেন বলে জানিয়েছে শিক্ষকরা নেতারা। এদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জি এম শাওন, শেরপুরের রেখা আক্তার, বি বাড়িয়ার আব্দুল হাকিম, সহসভাপতি বিপ্লব কান্তি দাস, জয়পুরহাটের মো. কহর উদ্দিনসহ ৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।