সিলেট এখন ব্যানার-ফেস্টুনের নগরী
মো. এনামুল কবীর, বিশেষ প্রতিনিধি, সিলেট অঞ্চল :: প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সিলেট সফরকে কেন্দ্রকরে শুধু সিলেট নগরীই নয়, বলতে গেলে সারা জেলাজুড়ে উৎসাহের আমেজ বিরাজ করছে। চারদিকে সাজ সাজ রব। সিলেট এখন ব্যানার ফেস্টুনের নগরীতে পরিণত হয়েছে। চারদিকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে স্থাপন করা হয়েছে এগুলো। জনসভা স্থল থেকে শুরু করে আশেপাশ এলাকা ব্যানার-বিলবোর্ডে ছেয়ে গেছে। সারা নগরীতে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। কড়া নিরাপত্তায় আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থলে চলছে মঞ্চ নির্মাণ। কাজ এখন বলতে গেলে শেষ। রাতের মধ্যেই মাইক সংযোগ দেয়ার কাজও শেষ হবে বলে জানালেন চলন্তিকার একজন কর্মকর্তা। প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে রোববার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন। জনসভাস্থলকে জনসমুদ্রে পরিণত করতে নেতাকর্মীরা প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন জানিয়েছেন ‘নেতাকর্মীরা এই সফর নিয়ে উজ্জীবিত।’ উল্লেখ্য, প্রধানমন্ত্রী সিলেট পৌঁছেই হযরত শাহজালাল(র.), শাহপরান (র.) ও সিলেটের আদি মুসলিম গাজী বুরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত কবরেন। পরে সার্কিট হাউসে দুপুরের বিশ্রাম ও খাওয়া-দাওয়া শেষে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন। সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়বেন তিনি।