বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকার আন্তর্জাতিক রাজনীতিতে জঙ্গিবাদ ইস্যু প্রচার করে ক্ষমতা টিকিয়ে রাখতে চায় ।  জঙ্গিবাদ তাদের একটি দূরভিসন্ধিমূলক কৌশল। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মওদুদ বলেন,  সরকার জঙ্গিবাদ ইস্যুকে  অতিরঞ্জিত  করছে। যার ফলে প্রকৃত অপরাধীরা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। দেশব্যাপী জঙ্গিবাদবিরোধী অভিযানের নামে পুলিশ-র‌্যাব সাধারণ মানুষকে হয়রানি করছে। তিনি বলেন, বিএনপি সরকারের আমলে জঙ্গি নির্মূল হয়েছে। শায়খ আবদুর রহমান, বাংলা ভাইদের বিচারের আওতায় এনে বিএনপি আমলে এদের ফাঁসি হয়েছে।  কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, বর্তমান নির্বাচন কমিশন গ্রহণযোগ্যতা হারিয়েছে । সরকারি দলের নেতারা ভোট চেয়ে বেড়াচ্ছেন। প্রধানমন্ত্রী কালকেও মাগুরায় ভোট চেয়েছেন। অথচ নির্বাচন কমিশন নির্বাক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn