বিনোদন প্রতিবেদক।।

মহান স্বাধীনতা দিবস (২৬শে মার্চ) উপলক্ষে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন নির্মাণ করেছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সূর্যোদয়ের গান’। উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। ভিন্ন আঙ্গিকের এই অনুষ্ঠানটিতে রয়েছে পাঁচটি দেশাত্মবোধক গান। গানগুলিতে অংশগ্রহণ করেছেন দেশের শীর্ষস্থানীয় সঙ্গীত তারকারা। খ্যাতিমান গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কথায়, আলী আকবর রুপুর সুরে একটি গানে কন্ঠ দিয়েছেন খ্যাতিমান কন্ঠশিল্পী এ্যান্ড্রু কিশোর ও কুমার বিশ্বজিৎ।

আমাদের স্বশস্ত্র বাহিনীর কয়েক হাজার সদস্য এই গানটির চিত্রায়নে সহযোগিতা করেছেন। বরেণ্য শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও শাম্মী আক্তারের সঙ্গে এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী প্রতিক হাসান ও নির্ঝর গেয়েছেন মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও হানিফ সংকেত এর সুর করা একটি গান। সঙ্গীতায়োজন করেছেন হালের জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রীতম হাসান।

মহান বীরাঙ্গনাদের নিয়ে আর একটি গান গেয়েছেন শিল্পী কুমার বিশ্বজিৎ। গানটির কথা লিখেছেন মেজর (অবঃ) আনিস-উল-ইসলাম এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। একটি দেশাত্মবোধক গান গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী। গানটির কথা ও সুর করেছেন লুৎফর হাসান । মোঃ জামালউদ্দিনের কথা ও নাসির এর সুরে অনুষ্ঠানে আর একটি গান গেয়েছেন বরেণ্য শিল্পী রফিকুল আলম। অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলায় ২৬ মার্চ, রবিবার রাত ৯ টা ১৫ মিনিটে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn