’সরকার জোর করে রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে’
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেছেন, সরকার জোর করে সুন্দরবনের পাশে রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে । বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সুলতানা কামাল বলেন, কোনো ধরনের পর্যবেক্ষণ ও নিরীক্ষা ছাড়াই প্রধানমন্ত্রী রাজি হয়েছেন, এখন যে কোনোভাবেই হোক রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতেই হবে। তাতে দেশের মঙ্গল আর অমঙ্গল যা ইচ্ছা তো হোক। তিনি আরও বলেন, বিভিন্ন মহল থেকে বলা হয় আমরা বিদ্যুৎকেন্দ্রের জন্য বিকল্প জায়গার কথা বলিনা কেন? আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই- বিকল্প জায়গা নির্ধারণের কাজ কি আমাদের?। আমরা পরিবেশবাদী হিসেব আমাদের দায়িত্ব পরিবেশের ক্ষতি হয় এমন প্রকল্পের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এছাড়া দেশে একটি নিয়ম এখন চালু হয়েছে কোনো প্রকল্প শুরুর আগে সরকার একধরণের কথা বলে, আর যখন কাজ শুরু হয় তখন অন্য কথা বলে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিশিষ্ট কলামিস্ট আবুল মাকসুদ, বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমএম আকাশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল আজিজসহ পরিবেশবাদী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।