ঢাবিতে ‘যৌন নিপীড়ন বিরোধী নীতি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে “Draft Policy Against Sexual Harassment” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ ২২ মার্চ বুধবার ইনস্টিটিউটের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টিসিপেটরি রিসার্চ ইন এশিয়া (পিআরআইএ)-এর প্রজেক্ট ম্যানেজার নন্দিতা প্রধান। বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রহমত উল্লাহ এবং আর্থ এন্ড এনভায়রণমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম। কর্মশালায় ‘যৌন নিপীড়ন বিরোধী নীতি’ শীর্ষক প্রস্তাবনা উপস্থান করেন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান।
কর্মশালায় অতিথিরা শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও যৌন নিপীড়ন বর্তমানে একটি সামাজিক সমস্যা হিসেবে অভিহিত করেন। তাঁরা সম্প্রতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের ঘটনা অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। বক্তাগণ সমস্যাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে তা নির্মূলে সরকারসহ প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে “শূণ্য সহনশীলতা প্রদর্শন” পূর্বক প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।