আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, জোর করে ভোট নেয়ার দিন শেষ হয়ে গেছে। এখন ভালবাসা দিয়ে ভোটারদের মন জয় করতে হবে।

বুধবার মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দীপু মনি বলেন, সামনে নির্বাচন, আমাদের দল সুসংগঠিত আছে। নিজেদের মধ্যে বিভেদ থাকলে তা মিটিয়ে ফেলে দলের জন্য কাজ করতে হবে। দলীয় নেতাকর্মীদের একাট্টা হয়ে এলাকায় নিজেদের ঘর গোছাতে হবে। নেতাকর্মীদের একযোগে কাজ করে আগামী নির্বাচনে নৌকা বিজয় নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিশেষ বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক, সাবেক সংসদ সদস্য সামছুদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবিএম হেলাল উদ্দিন প্রমুখ। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা অভিযোগ করেন, হাইব্রিড নেতাদের দাপটে বর্তমানে ত্যাগী নেতারা কোনঠাসা হয়ে পড়েছেন। এজন্য দলকে এর দায়ভার বহন করতে হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn