বঙ্গবন্ধু কি আজকের বাংলাদেশ দেখে খুশি হতেন?
আজ ১৭ ই মার্চ, সমগ্র জাতিকে যিনি গনতন্ত্র ও বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় প্রস্তুত করেছিলেন পাকিস্থানী শাসক শ্রেনীর- বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে সেই বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের আজকের এই দিনে গোপালগঞ্জ জেলার মধুমতীর তীরে টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে শেখ লুতফুর রহমান ও সায়েরা খাতুনের কোলে জন্ম নেওয়া খোকা, মুজিবুর থেকে শেখ মুজিব,শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতিরজনক হওয়ার দীর্ঘ পথ পরিক্রমায় গনতন্ত্র, স্বাধিকার, স্বাধীনতার যে শিক্ষা আমাদের দিয়ে গেছেন,আজকের বাস্তবাতায় আমাদের প্রত্যেকের বিবেক কে প্রশ্ন করা উচিৎ আমরা কি তার নির্দেশিত পথে চলছি। মানুষের মত প্রকাশের অধিকার আর দূঃখী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য কে জীবনের ব্রত করে নেওয়া বঙ্গবন্ধু কি আজকের বাংলাদেশ দেখে খুশি হতেন??? এই গুম, খুন সন্ত্রাস, লুটপাট, সেচ্ছাচার, আর মিথ্যাচার, দখলদারি, আর ভোটারবিহীন সরকার দেখে তিনি বা তার আত্মা কি কষ্ট পাচ্ছেনা? ভাবতে অবাক লাগে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসা সাংবাদিকের প্রশ্নত্তরে যিনি বলেছিলেন “যেখানে আমার মানুষ দুই বেলা দু মোঠো ভাত পায়না সেখানে আমার জন্মদিন কি আর মৃত্যুদিনই বা কি? তবুও একজন বঙ্গবন্ধু প্রেমিক হিসেবে বিশ্বাস করি মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্টার লক্ষ্যে জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর সপ্নের বাংলাদেশ পুনঃনির্মানের নবযাত্রার এখনি সঠিক সময়।এটাই হোক জাতির জনকের ৯৯তম জন্মদিনের অঙ্গীকার। তাহলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। জয় বাংলা,…….. জয় বঙ্গবন্ধু……. জয় হউক বাংলার জনগনের