সুনামগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত
আল-হেলাল:: শিশুদেরকে কৃমিনাশক ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে সুনামগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০১৮ পালিত হয়েছে। ২ এপ্রিল সোমবার সকাল ৯টায় সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জগাইরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ কর্মসুচির উদ্বোধন করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রামপদ রায়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল কাইয়্যুমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসুচিতে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,উপজেলা শিক্ষা অফিসার সোলেমান মিয়া,স্বাস্থ্য পরিদর্শক মোঃ আবুল কালাম,স্যানিটারী ইন্সপেক্টর নাজমা জাহান,প্রধান শিক্ষক আব্দুল জলিল,সহ স্বাস্থ্য পরিদর্শক মোঃ হাবিবুর রহমান ও স্বাস্থ্য সহকারী কমলেন্দু তালুকদারসহ বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিগন। উল্লেখ্য আগামী ৭ এপ্রিল পর্যন্ত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০১৮ উপলক্ষে শিশুদেরকে কৃমিনাশক ক্যাপসুল খাওয়ানোর কর্মসুচি চলবে।