জেলা জামায়াতের সাবেক আমীর হাতিমুর রহমানের দাফন সম্পূর্ন
মরহুম হাতিমুর রহমান সুনামগঞ্জ শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। পিতা মরহুম আব্দুর রহমান এতদ: অঞ্চলের একজন ইসলামী ব্যক্তিত্ব হিসেবে সমধিক পরিচিত ছিলেন। ৫ ভাই ৫ বোনের সংসারে তিনি ছিলেন ভাইদের মধ্যে সবার ছোট। হাতিমুর রহমান আশৈশব ইসলামী আন্দোলনের সহিত জড়িত ছিলেন। ১৯৮৪ সালে সুনামগঞ্জকে প্রশাসনিক জেলা ঘোষণা করাকালীন সময়ে তিনি জেলা ছাত্র শিবিরের সভাপতির দ্বায়িত্ব পালন করেন। ছাত্র জীবন শেষ করে গনআন্দোলনে শরিক হয়ে ২০০৫ইং থেকে ২০১৩ইং পর্যন্ত সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর হিসেবে দ্বায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সহিত জড়িত ছিলেন। তিনি দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি একাধারে বিভিন্ন সামাজিক সংস্কৃতিক ও শিক্ষাবিস্তারে অন্যন্য ভূমিকা পালন করেন। ক্ষণজন্মা এই দ্বায়িত্বশীলের মৃত্যুতে সুনামগঞ্জ শহরে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর সংবাদ শুনে দীর্ঘদিনের সাংগঠনিক সহকর্মী ও নেতা কর্মীরা অশ্রুসিক্ত নয়নে সকাল থেকে বাড়িতে এসে জমায়েত হতে থাকেন। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। তাঁর জানাযার নামাজে ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপচে পড়া ভীড়।