ছাতকে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ নারীসহ আহত ১৫
ছাতকে চলাচলের রাস্তায় পানি ফেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার বিকেলে শহরের মোগলপাড়া এলাকায় হারিছ মিয়ার পুত্র বুরহান মিয়া ও মজার মিয়ার পুত্র সাইফুল আলম পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মোগলপাড়া এলাকার বুরহান মিয়ার বাসার ভেতর থেকে যাতায়াতের রাস্তায় পানি ফেলা নিয়ে সাইফুল আলমের সাথে বুরহান মিয়ার বাগ-বিতন্ডা ঘটে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ১৫ ব্যক্ত ি আহত হয়। গুরুতর আহত নাছিমা বেগম(৫০), আছির মিয়া(৪৫) ও সাইফুল আলম(২৪)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জালাল(১২), নাছির মিয়া(৪৫), শাহীন(২০), রূপিয়া বেগম(৪০), বুরহান মিয়া(৩০), মমতা বেগম(২৫), রাসেল মিয়া(৩৫), শাহানা বেগম(২৫), দুলন আহমদ(২০)সহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।