ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে রাবিতে মানববন্ধন
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এবং শাস্তি নিশ্চিত করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি ইন্দ্রজিৎ কুমার বলেন, যেখানে স্বাধীনতার জন্য সবুজ মাঠে রক্ত ঢেলে দিয়েছে এদেশের বাঙালিরা, সেই স্বাধীন দেশের মাটিতে আমাদের মা- বোনের লাশ পড়ে থাকে। এটা বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক মানববন্ধনে ইসলামিক স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোহাব্বত হোসেন মিলনের সঞ্চালনায় বক্তব্য দেন ইমানুল বাকের অ্যাপোলো, আরিফ হোসেন, দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।