যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে বুধবার সন্ত্রাসী হামলায় সময় পার্লামেন্টের ভেতরে ছিলেন ব্রিটিশ সংসদ সদস্য ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী টিউলিপ সিদ্দিক। পরে নিজের অ্যাকাউন্ট থেকে টুইটার বার্তায় জানান যে, তিনি নিরাপদ আছেন। খোঁজ নেবার জন্য সকলকে ধন্যবাদও জানান তিনি। নিজের টুইট বার্তায় ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দল লেবার পার্টির রাজনীতিবিদ টিউলিপ বলেন, ‘আমি ভালো আছি এবং আমার অফিসও ঠিক আছে। পার্লামেন্টের ভেতরে নিরাপদ পক্ষে রয়েছি। এখানে ইন্টারনেট খুব দুর্বল। ইতিবাচক বার্তার জন্য সবাইকে ধন্যবাদ।’ এদিকে পার্লামেন্টের বাইরে এই হামলার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সন্ত্রাসী হামলাকে ‘অসুস্থ ও বিকৃতি রুচির’ কর্মকাণ্ড বলে মন্তব্য করেন তিনি। অপরদিকে লেবার পার্টির শীর্ষ নেতা জেরেমি করবিনও এই হামলার নিন্দা জানিয়েছেন। করবিন এই হামলাকে ‘নির্বিচার ও নগ্ন’ বলে আখ্যা দেন। হামলা মোকাবিলায় পুলিশের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
উল্লেখ্য, লন্ডনে স্থানীয় সময় বুধবার বিকাল পৌনে তিনটা নাগাদ দুটি পৃথক হামলার ঘটনা ঘটেছে। ওয়েস্টমিনিস্টারে সংসদ চত্বরে হামলাকারী এক পুলিশকে ছুরিকাঘাত করে। পার্লামেন্ট হাউসের চত্বরেই পুলিশ সদস্যরা হামলাকারীকে গুলি করে। পুলিশ এই হামলার ঘটনাকে “সন্ত্রাসী হামলা” বলে দেখছে। হামলাকারী নিকটবর্তী ওয়েস্টমিনস্টার সেতুর উপর একটি হুন্দাই গাড়ি নিয়ে উঠে বেশ কিছু পথচারীর ওপর দিয়ে গাড়িটি চালিয়ে দেন। এরপর গাড়িটি সেই সেতুর রেলিংএ ধাক্কা দেয়। গাড়িটি দুইজন পথচারীকে পিষে দেয় এবং তাদের মৃত্যু হয়েছে বলে জানায় লন্ডন মেট্রোপলিটন পুলিশ। হামলাকারী গাড়িটি রেলিংয়ে ধাক্কা লাগার পরপরই ওয়েস্টমিনস্টার সংসদ ভবনের ফটক দিয়ে ঢুকে পড়ে এবং পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn