বৃটেনে বসবাসরত সুনামগঞ্জ কলেজের প্রাক্তন ছাত্রছাত্ রীদের নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে লন্ডনের সিটি প্যাভিলিয়নে সুনামগঞ্জ সরকারী কলে জের৭৫ বছর পালন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় আগামী বছরের সামারে লন্ডনে সুনামগঞ্জ কলেজের ‘হীরক জয়ন্তী’ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী কিছুদিনের ভেতর বৃহৎ আকারে সভা আয়োজন করে পরবর্তী কর্ম পন্থা ঠিক করার ও প্রস্তাব করা হয়। সভায় জনমত গঠনের জন্য লন্ডন থেকে স্কটল্যান্ড রোডশো’র শুরু করার সীদ্ধান্ত হয়। বৃটেনে বসবাসরত প্রবাসী সবাই যাতে এই প্লাটিনাম জুবিলিতে সম্পৃক্ত হতে পারেন সে জন্য কলেজের ছাত্রছাত্রী ছাড়াও বিশেষ অতিথিদের রেজিষ্টেশনের ব্যবস্থা করার প্রস্তাব করা হয়। সভা থেকে যুক্তরাজ্যে বসবাসরত সকল সুনামগঞ্জির অংশ গ্রহনে একটি সুন্দর ও সার্থক উৎসব করার লক্ষে সকলকে সহযোগিতা করার আহবান জানানো হয়। কলেজের হীরক জয়ন্তী উপলক্ষে পারিবারিক মিলন মেলা ঘটানোর উপর সকলে জোড় দেন। যথা শীঘ্র সম্ভব রেজিষ্টেশন ও অন্যান্য নিয়ম কানুন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেয়া হবে। সভায় সুনামগঞ্জ কলেজের প্রাক্তন শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় শাহগীর বক্ত ফারুক ছাড়াও কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের অনেকে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn