পাকিস্তানে এক অন্তঃসত্ত্বা সংগীতশিল্পীকে দাঁড়িয়ে গান গাইতে রাজি না হওয়ায় গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সিন্ধুপ্রদেশের লারকানা শহরে পারিবারিক এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত শিল্পীর নাম সামিরা সিন্ধু (২৮)। তিনি আট মাসের অন্তসঃত্ত্বা ছিলেন। নিহত শিল্পীর স্বামী আশিক সাম্য পুলিশকে বলেন, অনুষ্ঠানে এক লোক তার স্ত্রীর দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে গান গাইতে বলেন। এ সময় সামিরা বলেন, তিনি অন্তঃসত্ত্বা। দাঁড়াতে পারবেন না। এর পর লোকটি তাকে গুলি করেন। ঘটনার পর অভিযুক্ত তারিক যাতইকে গ্রেফতার করা হয়েছে। তার দাবি, তিনি উদযাপনের সময় ফাঁকা গুলি ছুড়েছিলেন। ভুল করে সামিরার গায়ে গুলি লাগে। তাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে এ ঘটনার পর দেশজুড়ে শিল্পীরা বিক্ষোভ করেছেন এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। বিক্ষোভকারীরা বলছেন, ঘটনাস্থলে আরও দুই লোক উপস্থিত ছিলেন। তাদেরও গ্রেফতার করতে হবে। সামিরা সিন্ধু স্থানীয় লোকজনের মধ্যে জনপ্রিয় সংগীতশিল্পী। তার রোজগারের মূল উৎস ছিল পারিবারিক অনুষ্ঠান। সিন্ধু লোকগীতি ও সুফি সংগীত ঘরানার আটটি অ্যালবাম রয়েছে তার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn