তাহিরপুরে পরিত্যক্ত ঘরে নারীর লাশ
তাহিরপুর:: তাহিরপুরে আছমা খাতুন (২৪) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উত্তর বড়দল ইউনিয়নের চড়গাঁও গ্রামের আনোয়ার আলীর মেয়ে এবং শ্রীপুর উত্তর ইউনিয়নের বানিয়াগাও গ্রামের সফিক মিয়ার স্ত্রী। রবিবার দুপুর ১২টার দিকে সফিক মিয়ার বসত ঘরের সামনের পরিত্যক্ত একটি ঘর থেকে আছমার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সফিক মিয়া ও তার বাবাকে জিজ্ঞাসাবাদের আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চড়গাঁও গ্রামের আনোয়ার আলীর মেয়ে আছমা খাতুনের সঙ্গে একই উপজেলার পার্শ্ববর্তী শ্রীপুর উত্তর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের আতারুপ মিয়ার ছেলে সফিক মিয়ার বিয়ে হয় প্রায় চার বছর আগে। তাদের একটি ছেলে সন্তান আছে। বিয়ের পর থেকে অভাব-অনটনসহ নানা কারণে তাদের সংসারে ঝগড়া লেগেই থাকতো। শনিবার দিবাগত রাত ১০টার দিকে নিহত আছমা খাতুন তার স্বামী সফিকের সঙ্গে টর্চলাইট নিয়ে কথা কাটাকাটি করে। একপর্যায়ে আছমাকে মারধর করেন সফিক। রাতেই কাজের জন্য বড়ছড়া কয়লার ডিপোতে চলে যান সফিক। রবিবার সকালে প্রতিবেশী এক নারী সফিক মিয়ার বসতঘরের সামনের একটি পরিত্যক্ত ঘরে আছমার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। তাহিরপুর থানার এসআই সাইফুর রহমান বলেন, ‘ঘটনাটি রহস্যজনক। আছমার বাম চোখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সফিক মিয়া ও তার বাবা আতারুপ মিয়াকে আটক করা হয়েছে।’