রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহমুদ হাসান জানান, ১২টি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে রাত সাড়ে ৯টার দিকে ভবনটির ১৩তলায় আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।
জানা গেছে, ভবনটির ১৩তলায় বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ দফতর। আর এর ঠিক উপরের তলাতেই রয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে মনিটরিং দফতর। এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn