সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের মৃত্যৃদণ্ড না দিয়ে যাবজ্জীবন দণ্ড দেয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন। তিনি চেষ্টা করছেন এ বিষয়টি কার্যকর করা যায় কী না। আরব গ্যাজেটের বিবৃতিতে বলা হয় ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান বলেছেন, আগামি একবছরের মধ্যে মৃত্যুদণ্ড বন্ধ করে যাবজ্জীবন দণ্ডবিধি কার্যকর করার চেষ্টা করছি আমরা। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে সৌদি আরবের মধ্যে ২০১৮ সালে এ পর্যন্ত ৪৮জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের মতে, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এমন অর্ধেক লোক মাদকদ্রব্যের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিলো।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn