শপথের পর দায়িত্ব নিলেন মেয়র নাদের বখত
সুনামগঞ্জ :: শপথ গ্রহণের পর দায়িত্ব গ্রহণ করেছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। সোমবার বিকেলে পৌরসভায় ভারপ্রাপ্ত মেয়র হোসেন আহমেদ রাসেল দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ২নং ভবনের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র নাদের বখত-কে শপথবাক্য পাঠ করান সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃণাল কান্তি দেব, স্থানীয় সরকারের পরিচালক মো. মতিউর রহমান, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, ডিডি এলজিইডি মো. জাকারিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ। শপথ গ্রহণ শেষে সুনামগঞ্জ ফিরে মেয়র নাদের বখত তার মা প্রয়াত নূরজাহান বখত ও তার ভাই প্রয়াত পৌর মেয়র আয়ূব বখত জগলুলের কবর জিয়ারত করেন। পরে মেয়র কক্ষে মুক্তিযুদ্ধের সংগঠক হোসেন বখত, নূরজাহান বখত, প্রয়াত পৌর চেয়ারম্যান মনোয়ার বখত নেক ও প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুল স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, রাশেদ বখত নজরুল, আল্লামা নুরুল ইসলাম খান, হাফিজ আতাউর রহমান লস্কর প্রমুখ। এরপর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন নাদের বখত। সুনামগঞ্জ পৌরসভার সচিব মো. শামছুদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমেদ রাসেল। বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, সহকারি প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ প্রমুখ। মেয়র নাদের বখত তাঁর বক্তব্যে বলেন, আমি আপনাদের কাছে আগেও এসেছিলাম আমার ভাইয়ের পক্ষে ভোট চাইতে। আপনারা আমার ভাইয়ের পাশের সব সময় ছিলেন। আপনাদের সহযোগিতায় আমার ভাই প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুল সুনামগঞ্জকে উন্নয়নের দিকে নিয়ে গিয়েছিলেন। আমার ভাইয়ের এরকম চলে যাওয়ার কথা ছিল না। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।