জগন্নাথপুরে অস্ত্রসহ ৫ ডাকাত আটক
জগন্নাথপুর উপজেলায় পাইপগান ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে র্যাব-৯। বুধবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই ডাকাতদের আটক করা হয়। আটককৃত ডাকাতরা হলো মো. নুরুল হক, নুনু মিয়া, আলী সামাদ, মো. জুয়েল মিয়া ও মো. শাহাদত হোসেন। প্রত্যেকের বাড়ি জগন্নাথপুর উপজেলার সিরামিসি গ্রামে। এ সময় দেশে তৈরি ২টি পাইপগান, ১টি চাপাতি ও ২টি ছুরি উদ্ধার করে র্যাব সদস্যরা। র্যাব-৯ সূত্র জানায়, জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ওই ডাকাত দল দীর্ঘ দিন ধরে ডাকাতি করে আসছে। বুধবার রাত ১২টার দিকে ডাকাত দল অস্ত্রসহ জগন্নাথপুরের বাউরকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জগন্নাথপুর-বিশ্বনাথ রোডের উপর ডাকাতির লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র্যাব অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি পালানোর চেষ্টা করলে ৫ ডাকাতকে আটক করা হয়। র্যাব-৯-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ আটককৃত ডাকাতদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।