৬ বছর পর মুক্তি মিলল হোসনি মুবারকের
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক মুক্তি পেয়েছেন। তার আইনজীবীর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, শুক্রবার সামরিক হাসপাতাল থেকে মুক্তি মিলেছে মুবারকের। সেখানেই তিনি ছয় বছরের সাজা ভোগ করেন। তার মুক্তির ব্যাপারটা এ মাসের শুরুর দিকটাতেই নিশ্চিত হওয়া গেছিল। ২০১১ সালের বিদ্রোহের সময় প্রতিবাদকারীদের মৃত্যুর পেছনে যোগসূত্রের অভিযোগ থেকে হোসনি মুবারককে মুক্তি দেয় দেশটির শীর্ষ আপিল আদালত। ওই বিদ্রোহেই ক্ষমতাচ্যুত হন তিনি। তার আইনজীবী ফারিদ-আল-ডেব বলেন, হ্যা, শুক্রবার সামরিক হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন হোসনি মুবারক। ১৮ দিনের বিদ্রোহে প্রতিবাদকারীদের হত্যার ইন্ধন দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন তিনি। ২০১১ সালের ওই বিদ্রোহে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘাতে ৮৫০ জন নিহত হন। ২০১২ সালে ওই মামলায় তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। এর দুই বছর আপিল আদালত পুনরায় বিচারের আদেশ দেয়। গত ২ মার্চ দেশটির শীর্ষ আপিল আদালত বিদ্রোহী প্রতিবাদকারীদের হত্যার সঙ্গে সম্পৃক্তরার অভিযোগ থেকে মুবারককে অব্যাহতি দেয়।
এমডি