সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত
রাজধানীসহ সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক । বৃহস্পতিবার (১০মে) দিবাগত রাত থেকে শুক্রবার (১১ মে) ৬ টা পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় রাজধানী ঢাকার মিরপুরে ৩ জন, ময়মনসিংহে ৬ জন, ঝিনাইদহে ১ জন, নেত্রকোনায় ২ জন, মাদারীপুর ১ জন ও কুড়িগ্রামে ১ জন নিহত হয়েছেন।
ঢাকা: রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ যাত্রী। শুক্রবার (১১ মে) দুপুর দুইটার দিকে মিরপুরের শাহ আলী থানাধীন চটবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দীসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে চালকসহ ৬ জন নিহত হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার কাকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে সড়ক দূর্ঘটনায় অমর ফারুক(১৬) নামের ১ স্কুলছাত্র নিহত হয়েছে। সে কয়ারিয়া ঈদগাঁ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। এতে দুইজন গুরুতর আহত হয়েছে।
ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাদপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১ জন নিহত ও ২২ জন আহত হয়েছে। নিহত রেজাউল ইসলাম(৬০)মহেশপুর উপজেলার বলবেটে গ্রামের বাসিন্দা। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। শুক্রবার (১১ মে) দুপুরে কালীগঞ্জ-কোটচাদপুর সড়কের নওদাগা কাশিপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বালুবাহী ট্রাক চাপায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের গোয়ালাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলা ডিবির সহকারী উপপরিদর্শক (এসএসআই) সৈয়দ মিরাজ হোসেন ও তার সোর্স মো. রাজু মিয়া। ট্রাকসহ চালককে আটক করেছে স্থানীয় লোকজন।