ইউরোপে যাওয়ার স্বপ্ন ওমান সাগরে বিলীন
bartaadmin
মে ২১, ২০১৮
ইউরোপে যাওয়ার স্বপ্ন ওমান সাগরে বিলীন২০১৮-০৫-২১T২২:২৩:৪১+০০:০০
শিরোনাম, সর্বশেষ, সর্বাধিক পঠিত, সিলেট
ইউরোপে প্রবেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণ করতেই সাহায্য নিলেন দালালের। ইচ্ছে ছিল ইউরোপের দেশে গিয়ে পরিবারের বর্তমান অবস্থার পরির্বতন করবেন। শত কষ্টের মাঝেও পাড়ি দিলেন মধ্যপাচ্যের দেশ ওমানে। বেশ কিছুদিন ছিলেন সেখানে। তারপর দালালদের মাধ্যমে ওমান সাগর হয়ে ইউরোপে ঢোকার চেষ্টা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ওমান সাগরে ওমানী কোষ্টর্গাডের গুলিতে নীল জলরাশিতেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন কানাইঘাটের মোঃ ইব্রাহিম (তমিজ)।নিহতের তথ্য নিশ্চিত করেন কাইঘাটের দিঘিপাড়ের মানিকপুর গ্রামের বাসিন্দা ও ওমান প্রবাসী মোস্তফা রহমান শামীম। ইব্রাহিম কানাইঘাট উপজেলার ৪নং সাতবাগ ইউনিয়নের সদিওলের মাটি গ্রামের সিরাজ উদ্দিন (কুটই মিস্ত্রী) তৃতীয় ছেলে। মোস্তফা রহমান শামীম জানান, গত ১৯ এপ্রিল গুলিবিদ্ধ হয়ে তিনদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইব্রাহিম। তবে একমাস পরে গত ১৯ মে একমাস পর বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তারা জানতে পারেন ইব্রাহিম মারা গেছেন। তার লাশ দেশে পাঠানোর ব্যবস্থা চলছে বলে জানান প্রবাসি শামিম।
সংবাদ টি পড়া হয়েছে :
২৮০ বার