আমরা বঙ্গবন্ধু ভবনও করতে চাই: মমতা
পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমরা বঙ্গবন্ধু ভবনও করতে চাই। বাংলাদেশ ও ভারত মিলে এই সিদ্ধান্ত চুড়ান্ত করবে বলেও জানান তিনি। এ সময় মমতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতার বিভিন্ন ছন্দ তুলে দুই বাংলার সম্পর্কের কথা তুলে ধরেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার স্থানীয় সময় বেলা ১০টায় শান্তিনিকেতনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে অভ্যর্থনা জানান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবুজ কলি সেন। এরপর শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে তাকে স্বাগত জানান নরেন্দ্র মোদি।