সিলেট প্রতিনিধি।।

জেলা নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় জঙ্গি আস্তানা আতিয়া মহলের অদূরে বোমা বিস্ফোরণে নিহত দুই পুলিশ কর্মকর্তার জানাজা সম্পন্ন হয়েছে।রোববার বাদ জোহর নগরীর রিকাবীবাজারস্থ পুলিশ লাইন মাঠে তাদের জানাজা সম্পন্ন হয়। ওইদুই পুলিশ কর্মকর্তা হচ্ছেন মহানগরীর জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ও সিলেটের পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক চৌধুরী মো. কায়সার। জানাজায়সিলেট রেঞ্জ ডিআইজি কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজার

পূর্বে ডিআইজি কামরুল আহসান ও পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেন, ‘নিহত দুই পুলিশ কর্মকর্তা সৎ ছিলেন। দেশের জন্য তারা জীবন উৎসর্গ করেছেন। জঙ্গিবাদ নির্মুলের মাধ্যমে শান্তিপূর্ণ দেশ গঠনে পুলিশ সদস্যরা নিয়োজিত।’ তারাসাধারণ মানুষকে উৎকণ্ঠিত না হওয়া আহবান জানিয়ে বলেন, নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।জানাজা শেষে নিহত পুলিশ কর্মকর্তাদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ কর্মকর্তা মনিরুলের বাড়ি নোয়াখালী এবং কায়সারের বাড়ি সুনামগঞ্জে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn